কেরাইম মাসটার গোগো
Published : 6 April 2012, 12:17 PM
Updated : 6 April 2012, 12:17 PM

কিসের জন্য যে অপেক্ষা, তাই বুঝতেসিনা।
সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে অফিস এ যাওয়া। মনেমনে ভাবতে থাকি কখন লাঞ্চ এর টাইম হবে।
লাঞ্চ আসার পর মনে হয় কখন বিকাল হবে , বিকাল আসলে মনে হইতে থাকে কখন রাত হবে । আর রাতের বেলা মনে হয় কখন সকাল হবে।

দিনের পর দিন এই ভাবে চলে যাচছে। কোনও এক মুহূর্ত কে মনে হয় না ধরে রাখি ।
যাই করি মনে হয় কখন শেষ হবে, শেষ হয় না কেন, আর কতক্ষন ??

আড্ডা মারতে যাই, মনে হয় পোলাপান যতসব ফালতু জিনিস নিয়া কথা বলতেসে। চলে আসি।
একা একা হাটি, কিসুখন পর মনে হয় আর না।
সমুদ্রর পারে যেয়ে বসে থাকি , কিসুখন পর বিরক্ত লাগে।
মনে হয় সারাক্ষণ কিজানো খুজতেসি, কিন্তু কী খুজতেসি তাও জানিনা।

চা, কফি, সিগারেট, অ্যালকোহল চলতেছে, তাও ভাল লাগে না।
আমার বস বললো পর্ণ গ্রাফি দেখো। তাও কাজে আসেনা। এক ই জিনিস।

একবার ভাবসিলাম বাংলাদেশ এ ফিরে যাব, কিন্তু এখন ঠিক করসি আর কখনো যাব না। যাওয়ার কোনও কারণ নাই। জেইদিন খুব স্ট্র্ং কোনও কারণ খুজে পাব, সেই দিন যাব।

পেশায় আমি একজন সফ্টওয়্যার ডেভেলপার। সারাদিন কাজ করার চেষ্টা করি। কাজ হয় কিন্তু অপেক্ষা শেষ হয় না।
ভাবলাম ব্লগিং করি , ইংগ্লিশ টা মোটামুটি লিখতে পারি কিন্তু বাংলার যা অবস্থা !! যারা পড়ছেন তারা অলরেড়ি বুঝে গেছেন । 🙂

প্রতিটা মুহূর্তে পরের মুহূর্তের জন্য অপেক্ষা। কবে শেষ হবে?