কী হয়, জানেন কি?

দাদুচাচা
Published : 14 Nov 2012, 04:43 PM
Updated : 14 Nov 2012, 04:43 PM

সমাজে কোন গণ্যমাণ্য/বরেণ্য ব্যক্তি মৃত্যুবরন করিলে পর:

কোন সভা শুরুর প্রাক্কালে বলা হয়-অমুক ইন্তেকাল/পরলোকগমন করেছেন। আসুন তাঁর রুহের মাগফিরাতের/আত্বার শান্তির জন্য এক মিনিট নীরবতা পালন করি।

এ প্রসঙ্গে আমার জানতে ইচ্ছে করছে- ঐ এক মিনিট নীরবতা পালনে-

মৃত ব্যক্তির কী উপকার হয় ?
কীভাবে হয় ?
এ প্রচলন কে কখন শুরু করেছেন ?

জীবদ্দশায় যদি জীবিত ব্যক্তিকে সম্মানিত করা হয়- তখন সম্মানপ্রাপ্ত ব্যক্তি নিজেকে সার্থক ও সম্মানিত বোধ করে এবং যথেষ্ট খুশী হন।

কিন্তু মরোনোত্তর সম্মাননা দিলে,ঐ সম্মানিত ব্যক্তির কী লাভ হয় ? জানাবেন কি ?

জানালে কৃতার্থ হবো।