ম্যাজিক ভয়েস এবং প্রযুক্তির অপব্যবহার

জাদু
Published : 29 Feb 2012, 06:13 AM
Updated : 29 Feb 2012, 06:13 AM

ইদানিং রবির নতুন বিজ্ঞাপন এসেছে টি ভি তে। সেখানে ম্যাজিক ভয়েস ব্যবহার করে একটি ছেলের কণ্ঠ মেয়ের কণ্ঠ হয়ে যায় এবং মেয়েটির মা তার বাইরে যাওয়ায় কোন বাধা দেন না। আমাদের দেশে সর্বনাশের তো কোন কমতি নাই। এই পদ্ধতি মনে হয় অপরাধীদের নতুন কৌশল শেখাল। বান্ধবী বা বন্ধুর কণ্ঠ নকল করে সেই বন্ধু বা বান্ধবিকে বের করার পর তার যদি কোন ক্ষতি হয় তবে তার দায় কে নেবে? আমরা কি সফল ভাবে প্রযুক্তি ব্যবহার করা শিখেছি? মোবাইল এ ক্যামেরা দেয়া হয়েছিল, মানুষের উপকারের কথা ভেবে, তার আবেগ ইস! যদি ক্যামেরা থাকতো তবে এখানে ছবি তুলতে পারতাম; সেই আফসোস কে দূর করার জন্য। অথচ আজ মোবাইল এর ক্যামেরা ব্যবহার হচ্ছে কি কাজে তা আমাদের সামনে দিনের আলোর মত পরিস্কার। ম্যাজিক ভয়েসও প্রযুক্তির অপব্যবহারের পাল্লায় পরবে একথা নিশ্চিত ভাবে বলা যায়। রবির মত মোবাইল উদ্যোক্তা কে আমার অনুরধ থাকবে এই সেবাটা তারা যেন বন্ধ করেন। শুধু আমার নয় সচেতন নাগরিক সমাজ অবশ্যই এই সেবা চাইবে না বলে আমার বিশ্বাস। রবি কে বলবো; অল্প উপকারের জন্য মানুষের বিশাল ক্ষতির ভাগীদার আপনারা নাই হলেন!