মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ৩৬তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা

কালের ছবি
Published : 1 Dec 2012, 07:20 PM
Updated : 1 Dec 2012, 07:20 PM

১-১২-২০১২ ইং শনিবার মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে ৩৬ তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল বাংলালিংক। বিকেল সোয়া ৩ টায় মিরাকদিম পৌরসভার কমলাঘাট এলাকা থেকে নৌকা বাইচ শুর" হয় এবং মুন্সীগঞ্জ লঞ্চঘাটে এসে শেষ হয়। বাংলাদেশ রোইং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজিজুল আলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহাবুদ্দিন খান ও বাংলালিংকের মার্কেটিং সিনিয়র ডিরেক্টর শিহাব আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রোইং ফেডারেশনের সহ-সভাপতি মো. খুরশেদ আলম, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল প্রমুখ। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩৬টি দল অংশ নেয় এর মধ্যে কিশোরগঞ্জের বাজিতপুরের সুকুমার বাইন ও তার দল চ্যাম্পিয়ন হয়।

এদেশের আবহমান ক্রীড়া-সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী এক নিদর্শন নৌকা বাইচ। তা উপভোগ করতে ধলেশ্বরীর পড়ে হাজার হাজার মানুষের ঢল নামে। মুক্তারপুর সেতুর দুই ধারে অসংখ্য মানুষের ভীড় লেগে যায়। নৌকা বাইচকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।