আমি জানতাম বিডিনিউজ কর্তৃপক্ষ এটি প্রচার করবে না

শিকদার দস্তগির
Published : 2 Oct 2012, 04:42 PM
Updated : 2 Oct 2012, 04:42 PM

২০০১ সালের এই ছবি কারা বানিয়েছিল? এর সহযোগী কারা ? কারা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবী পরে এসব করেছিল ? কারা ময়রার দোকানের মিষ্টি লুটে খাচ্ছিল ? কারা মন্দির ভেঙ্গে একদিকে অন্য রকম ফায়দা লোটা এবং অন্যদিকে সরকারী অর্থ পাবার নাটক করেছিল ? আমাদের একেবারে অজানা নেই জনাব প্রতিবেদক । কিছু ভিডিও সেই সময়ের বর্তমান দলীয় নেতাদের যাদের মদদে এসব হয়েছিল- তাদের দেখানো হয়েছিল। এসব টুপি পাঞ্জাবী পরা ছেলেদের মিষ্টি লুটের ছবি, মন্দির ভাংগার ছবি তারা হাতে পায়ে ধরে সেসব ভিডিও ভিক্ষা চেয়ে নিয়েছিলেন । কথা দিয়েছিলেন, তাদের বিচার করবেন । কিন্তু আমার বা আমাদের ক্ষতি কর না। আমার বা আমাদের রাজনীতিকে শেষ করে দিও না । তারা ভোল পাল্টালেন । বিচার দূরে থাক, আজো নোংরা রাজনীতি করে যাচ্ছেন । তবে সব কিছুরই একটা ইতি আছে । কেবলমাত্র জামাতের রাজনীতির দোহাই দিয়ে তাবত ইসলামী আলেম মাশায়েখদের নিয়ে ঠাট্টা মশকরা ? এত জুলুম একটানা চলতে পারে না । এসব নাটকের ফয়সালা জামাত কোনদিন করতে পারবে না । তবে অপেক্ষায় থাকুন । ফয়সালা একদিন হবেই । সেদিন সব নাটকের গুরু ধরা খাবেন ।