কিন্তু যখন…

শিকদার দস্তগির
Published : 20 Oct 2012, 08:15 PM
Updated : 20 Oct 2012, 08:15 PM


কিন্তু যখন ফালানীর লাশ কাটা তারের বেড়ায় ঝুলে থাকে,
যখন হাজর হাজার নারী, শিশুকে বিনা বিচারে হত্যা করা হয় কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীদের শায়েস্তা করার অযুহাতে, যখন ফিলিস্তিনে সন্ত্রাসবাদীর অযুহাতে হাজর হাজার , লাখ লাখ নারী, শিশুকে বিনা বিচারে হত্যা করা হয় , যখন মায়ানমার সরকার তুচ্ছ কারণে রোহিংগাদের গণহত্যা , তাদের ভিটে মাটি ছেড়ে বাংলাদেশে পুশ ইন করে দেয় তখন এরকমভাবে কোন মিডিয়াকে তো পাশে দাঁড়াতে দেখি না । কারণ কি ? এই কারণ বুঝতে কি খুব বেশী পণ্ডিত হবার দরকার আছে?