বুয়েটে অযৌক্তিক হল-ফি বৃদ্ধি

দেবাশীষ দেবনাথ
Published : 9 August 2011, 07:19 AM
Updated : 9 August 2011, 07:19 AM

সম্প্রতি বুয়েট কর্তৃপক্ষ কোন কারণ ছাড়াই হল-ফি ৬০ শতাংশ বৃদ্ধি করেছে । বুয়েটের প্রতিটি শিক্ষার্থীকে নতুন শিক্ষাবর্ষের শুরুতে হল-ফি দিয়ে নতুন করে ভর্তি হতে হয়। কিন্তু এই টাকা গুলো হলের কোন উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়না ।হলগুলোর বেশিরভাগ বাথরুম ও টয়লেট প্রায় পরিত্যক্ত এবং ব্যবহারের অনুপোযোগী। গত দুই বছরে হলগুলোতে কোন উন্নয়ন কার্যক্রম নেয়া হয়নি । এবার আহসানউল্লাহ হলে ভর্তি ফি ২৬২৫ টাকা থেকে ১৬০০ টাকা বাড়িয়ে ৪২২৫ টাকা করা হয়েছে । এমনিতেই বুয়েটে সেশনজট সমস্যায় শিক্ষার্থীদের ভোগান্তির শেষ নেই । এই মূহুর্তে হল-ফি ৬০ শতাংশ বৃদ্ধি করা সম্পূর্ণ অযৌক্তিক । আমাদের প্রত্যাশা বুয়েট কর্তৃপক্ষ দ্রুত এই বর্ধিত হল-ফি প্রত্যাহার করবে ।