বগুড়ার শাজাহানপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

দ্বীপ সরকার
Published : 13 April 2017, 08:57 PM
Updated : 13 April 2017, 08:57 PM

বগুড়ার শাজাহানপুরে আড়িয়া রহিমাবাদ স্কুলের জায়গা জমি নিয়ে শাজাহানপুর এসিল্যান্ডের সঙ্গে মতানৈক্য তৈরী হয়েছে। ঢাকা-রংপুর মহাসড়কের পাশেই বিদ্যালয় এবং মহাসড়কের কোল থেকেই স্কুলের জায়গা। স্কুলের জায়গার ওপরে বাজার তৈরী হয়েছে। অনেক স্থায়ী দোকান আছে যারা স্কুল থেকেই পজিশন নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। অথচ শাজাহানপুর এসিল্যান্ড মহোদয় ইতিমধ্যে দোকানগুলো উচ্ছেদ করে দিয়েছেন। এবার স্কুলের নিজ জায়গার ওপরে স্থাপিত প্রধান ফটকটি ভেঙ্গে দেয়ার পাঁয়তারা করছেন।

এর প্রতিবাদে অদ্য ১৩/০৪/১৭ ইং সকাল ১১টায় স্কুলের সকল শিক্ষার্থীদের শিক্ষকগণ মহাসড়কের পাশে মানববন্ধন করেন।