সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে এডমন্টনে মানববন্ধন ও সমাবেশ

দেলোয়ার জাহিদ
Published : 28 March 2016, 09:09 AM
Updated : 28 March 2016, 09:09 AM

২৭ মার্চ শনিবার বিকালে সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবি করে আলবার্টা প্রদেশের এডমন্টন সিটিতে এক মানববন্ধন ও সমবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হেরিটেজ সোসাইটি অব আলবার্টার সভাপতি, মাসুদ ভুইয়া।
ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী তনুর হত্যাকারীদের বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি প্রদানের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি, মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ।

কানাডার এডমন্টন সিটিতে তনু হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমবেশ অনুষ্ঠিত
অন্যানের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ হেরিটেজ সোসাইটি অব আলবার্টার সহ-সভাপতি, এডওয়ার্ড মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক খালেদ আশরাফি, কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন ও ফাতেমা লিজা প্রমুখ।

শহরের সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন পেশার লোকজন এডমন্টন বাঙালি অধ্যুষিত এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ করেন। তনুর ধর্ষণ ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে পড়ুয়া বাংলাদেশি সচেতন ছাত্রসমাজ ও কমিউনিটির নেতৃবৃন্দ।