তনু হত্যার প্রতিবাদ: এম.জে.এম.এফ বাংলাদেশ ক্রিকেট টিমের মানববন্ধন

দেলোয়ার জাহিদ
Published : 30 March 2016, 07:53 PM
Updated : 30 March 2016, 07:53 PM

এডমোনটন, আলবার্টা (মার্চ ২৯ ) দেশে ও প্রবাসে সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে উত্তাল আপামর শ্রেণী পেশার মানুষ। নর্থ আমেরিকার প্রায় প্রতিটি শহরে সোচ্চার হয়ে উঠেছেন প্রতিবাদী মানুষ. কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ঘটে যাওয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আলবার্টার রাজধানি এডমোনটনে মানববন্ধন করেছেন প্রবাসী খেলোয়ারেরা।

ছবিতে: মানববন্ধনে অংশগ্রহনকারীদের মাঝে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম পৃষ্টপোষক, মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ। প্রতিবেদন-সাইফুর হাসান।

কানাডা সরকার অনুমোদিত মাহিনুর জাহিদ মেমোরিয়াল ফাউন্ডেশানের পূর্ণ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় এম.জে.এম.এফ বাংলাদেশ ক্রিকেট টিমটি সম্প্রতি গড়ে উঠেছে। সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আহসান উল্লাহ। তনুর ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ও সারা বিশ্বে হত্যা, সন্ত্রাস এবং উগ্রবাদিতার নিন্দা জানিয়ে এবং শান্তি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টার সভাপতি, মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ।

কমিউনিটির অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ক্রিকেটার তানভীর হাসান, শান, রবীন, নিগার, রাসেলসহ আরো অনেকে।