কানাডার ফোর্ট ম্যাকমেরী গ্রাস করছে দাবানলের লেলিহান শিখা, উদ্বাস্তু বাঙালিরা দিশেহারা

দেলোয়ার জাহিদ
Published : 6 May 2016, 04:22 AM
Updated : 6 May 2016, 04:22 AM

এডমন্টন, আলবার্টা (কানাডা) থেকে:

উদ্বাসন আদেশের অধীনে কয়েক শত বাঙ্গালী পরিবার সহ কানাডার ফোর্ট ম্যাকমেরীর বাসিন্দারা। সর্বনাশা দাবানল ইতিমধ্যে ১০ হাজার হেক্টর ছাড়িয়ে গেছে। অধিবাসীরা প্রাণ ভয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে. ফায়ার কর্মীগণ প্রাণপণ লড়ছে অগ্নি নিয়ন্ত্রনে।

জননিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে জরুরী অবস্থা ঘোষনা করেছে প্রাদেশিক রাষ্ট্র আলবার্টা। বাধ্যতামূলক উদ্বাসন প্রভাবে রয়েছেন প্রায় ৮০ হাজার মানুষ। অধিবাসীদের বাড়িতে ফিরে যাওয়ার পরিবেশ তৈরীর পূর্ব পর্যন্ত কমিউনিটি হিসেবে বাঙ্গালী পরিবারগুলোকে সহায়তা করার উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ।

বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টার আহবানে সাড়া দিয়ে কমিউনিটি সংগঠন গুলো সক্রিয় সহায়তার আশ্বাস দিয়েছেন তাদের সাথে যোগাযোগের ঠিকানা:

এডওয়ার্ড মন্ডল, ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ হেরিটেজ সোসাইটি অব আলবার্টা(৭৮০-২২৪ ৯৪৩৬)

সাজ্জাদ খন্দকার, সভাপতি বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব এডমন্টন (৭৮০-৮০২ ৬৫৬৪)

আহসান উল্লাহ, সভাপতি এমজেএমএফ বাংলাদেশ স্পোষ্টস ক্লাব (৭৮০-৭০৯ ৭৩৩৭)

এবং আনাম, বাংলাদেশ প্রেসক্লাব অব আলবার্টা (৭৮০-৮০৭ ৯৯৩৩)

এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ যোগাযোগের জন্য: Edmonton Autism Centre- http://www.metronews.ca/news/edmonton/2016/05/04/autism-centre-open-for-families-from-fort-mcmurray.html

Red Cross Donation – Donate $5 simply by texting 'REDCROSS' to 30333. Please make sure to reply with 'YES' to confirm the donation, or-Donate additional funds by visiting this link: https://goo.gl/8dBi4C

এবং