ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

দীপেশ রায়
Published : 10 March 2015, 07:12 PM
Updated : 10 March 2015, 07:12 PM


বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের স্লোগান হিসেবে 'জ্বলছে আলো, ভাসছে দেশ' – এর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আমি এর সঙ্গে যোগ করতে চাই, "ঘরে ঘরে আলোর রেশ"।
০৭.০২.২০১৪ খ্রীঃ 'দৈনিক পূর্বাঞ্চল'-এ উপরোক্ত শিরোনামের লেখাটি পড়লাম।। ভালো লাগলো, আবার ভালো লাগলো না ।ভালো লেগেছে মাননীয়া প্রধানমন্ত্রী কর্তৃক সংযোজিত অংশটুকু।

ভালো লাগলো না, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের স্লোগানটি। ব্যাখ্যা করছি, লক্ষ্য করুণ স্লোগানটি। 'ভাসছে দেশ' আমি দেশটা ভাসছে, এটা বলতে চাই না। যেহেতু ওর পূর্বের শব্দটি রয়েছে,'জ্বলছে'। এবার পূর্ব বাক্যে বা বাক্যাংশে শব্দের প্রয়োগকৃত অর্থের দিকে সঙ্গতি রেখে পরবর্তি শব্দ উক্ত বাক্যে বা বাক্যাংশে ব্যবহৃত হয়ে থাকে বলে মনে করি। তাই স্লোগানটিতে আমি 'ভাসছে' শব্দটির স্থানে 'হাসছে' শব্দটি ব্যবহার করলে প্রকাশিত অর্থটি আরও পরিস্কার হয় বলে মনে করি। আর ওরই সাথে মাননীয়া প্রধানমন্ত্রী কর্তৃক সংযোজিত অংশ টুকু আরও বেশী হৃদয়গ্রাহী হয় বলে মনে করি। এবার দেখুন তাহলে স্লোগানটি কেমন শোনায়, 'জ্বলছে আলো, হাসছে দেশ, ঘরে ঘরে আলোর রেশ'।
০৯.০২.২০১৪
dipeshroy21@gmail.com