প্রণমি তোমারে হে পিতা!

দীপেশ রায়
Published : 17 March 2015, 05:23 AM
Updated : 17 March 2015, 05:23 AM

আজ তোমার জন্মদিনে আমার প্রণাম গ্রহণ করো। তুমি এসেছিলে মানুষের নেতা হয়ে। তুমি এসেছিলে মানুষের পিতা হয়ে। তুমি এসেছিলে বিশ্বের জীবন্ত আদর্শ হয়ে। রচিছ অমর কাব্য 'বাংলাদেশ' যার নাম। দিয়ে গেছো গৌরবে মাথা উচু করার অধিকার আমাদের। আমরা বাঙ্গালী জাতি এক এই বিশ্বে। সকল জাতির আদর্শ স্বরূপ মর্যাদায় রেখে গেছো আমাদের। কিন্তু দুঃখ্যের সাথে তোমার জন্মদিনে একটি কথা বলব পিতা, তুমি নিজেই দুঃখ্য পেতে যদি একবার এসে দেখতে যে, কত বড় মূর্খ জনগোষ্ঠীর জন্য এই গৌরব, এই আর্দশ, এই স্বাধীনতা এনেদিয়ে গেছো !!!