সিটি কর্পোরেশনে অবৈধ ইজিবাইক স্টেশন

দীপেশ রায়
Published : 18 Feb 2018, 06:40 PM
Updated : 18 Feb 2018, 06:40 PM

ফটোটি আমি নিজেই ধারণ করেছি ১৬.০২.২০১৮ তারিখে। খুলনা সিটি কর্পোরেশন এলাকার দৌলতপুর থানা উপর দিয়ে যশোর-খুলনা হাইওয়ের উপর অবৈধ এই ইজিবাইক স্টেশন। এই ইজিবাইকগুলো দৌলতপুর টু শাহ্পুর রুটে চলাচল করে। খুলনা সিটি কর্পোরেশন থেকে কোনো নির্দিষ্ট  স্থান না দেয়ার কারণে এই রুটের ইজিবাইক ও ভ্যানগুলো হাইওয়ের একটা পাশে পার্কিং করে স্টেশন রূপে ব্যবহার করে যাচ্ছে। এ ঘটনাটি আজ প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে চলছে। এ ব্যাপারে স্থানীয় ইজিবাইক চালকরা বললেন, আমরা তো ভাই রুটি-রুজির জন্য গাড়ি চালাই। এখন আমাগো জায়গা না থাকায় রাস্তার পাশেই দাঁড়াইতে হয়।

এ ধরনের অবৈধ ইজিবাইক, মহেন্দ্র, ভ্যান ও রিক্সার স্টেশন দেখা যায় খুলনা শহরের বিভিন্ন স্থানে। যা নিয়ে খুলনা সিটি কর্পোরেশনের কোনো প্রকার মাথা ব্যথা নেই। এই স্টেশনগুলো সাধারণত শহর থেকে বাইরে যে সমস্ত নতুন নতুন রুট বেরিয়ে গেছে সেখানেই গড়ে উঠেছে।

আমি খুলনা সিটি কর্পোরেশনের সদয় দৃষ্টি আকর্ষণ করছি-  অবিলম্বে উক্ত সমস্যার সমাধান করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।