দুর্ঘটনা এড়াতে চাই জনশৃঙ্খলা

দীপেশ রায়
Published : 27 March 2018, 03:15 AM
Updated : 27 March 2018, 03:15 AM

খুলনা রেল স্টেশন থেকে গত ২৬ মার্চ ছবিটি তুলেছি। ছবিতে দেখা যাচ্ছে স্টেশনে ট্রেন এসে দাঁড়ানোর পরে ট্রেনের যাত্রীরা ভেতর থেকে নামছেন। অপরদিকে স্টেশনে অপেক্ষমান যাত্রীরা ঠেলাঠেলি করে ট্রেনে উঠছেন।

ট্রেনটির দুটি বগির দুটির দরজায় যাত্রীদের এমন ওঠা-নামার দৃশ্য ছবিতে স্পটই দেখা যাচ্ছে। কিন্তু যাত্রী ওঠা-নামার কাজটি এক সঙ্গে করতে যাওয়া কখনই কোনো যানবাহনে সম্ভব হতে পারে কি? এতে করে তো যে কোনো সময়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

আমাদের দেশে পথঘাটে চলতে হরহামেশাই এই দৃশ্য দেখতে পাই। নৌকায় নদী পারাপারের সময়ও আমি দেখেছি তীরে এসে তরী ডুবতে।

এসব ঘটনায় আমাদের ধৈর্য এবং কাণ্ডজ্ঞানকে প্রশ্নবিদ্ধ করতেই হবে। কিসের এত ব্যস্ততা? নিজেকে তো সুস্থ শরীরে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এটাই সব থেকে জরুরি বিষয়। কেননা কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হলে তার সুস্থ শরীরে বাড়ি ফেরার আশায় অপেক্ষায় থাকে ঐ বাড়িরই আরও কিছু সদস্য।

একবার ভেবে দেখুন তো, কোন দুর্ঘটনা ঘটলে বাড়ির বাকি সদস্যরা কীভাবে চোখের জলে ভাসাবে জীবনের বাকি দিনগুলি?

তাই আসুন, যানবাহনে চলার সময় এবং যানবাহনে ওঠা-নামার সময় সবাই নিজের জীবনের সুরক্ষার কথাটা একবার ভেবে নেই। তাতে জীবন হবে দুর্ঘটনা মুক্ত।