খুলনায় চলছে বর্ষবরণ অনুষ্ঠান

দীপেশ রায়
Published : 14 April 2018, 06:44 AM
Updated : 14 April 2018, 06:44 AM

চিরায়ত বাংলার লোকায়ত সংস্কৃতির এক মনোমুগ্ধকর আয়জন নিয়ে নতুন বছরকে বরন করছেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাণ্ড টেকনোলজি, খুলনার ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। আমিও ঘরে বসে থাকতে পারলাম না। সংস্কৃতির টানে, মাটি ও মানুষের টানে ছুটে এলাম নিজ অস্থিত্ত্বের ঘ্রাণ নিতে।

বাংলা ও বাঙালি আজ যেন একাকার হয়ে মূর্ত হয়ে গিয়েছে। নদী-মাঠ, খাল-বিল, হাওর- বাওর কোথায় নাই আজকের এই মুহুর্তের আনন্দ হিল্লল। প্রভাতের আকাশটা কমলা রঙের মূর্ছনায় মূর্ছিত হতেই খুলনাবাসী মেতেছেন নর্দান ইউনিভার্সিটির এই অায়োজর সাথে।

বাঙালি বেঁচে থাক তার আপন ঐতিহ্য ও সংস্কৃতির চর্চার মাধ্যমে। বাঙালি হয়ে উঠুক বিশ্বের দুয়ারে এক অনন্য নিদর্শন। বাঙালিকে দেখে আজকের বিশ্ব শিখে নিক কিভাবে নিজ সংস্কৃতি ও নিজ ভাষার জন্য এবং অস্থিত্ত্বের জন্য মরিয়া হয়ে ওঠা যায়, হয়ে ওঠা যায় অমর ইতিহাস।

তাই পরিশেষে বলবো, যে বাঙালির আদর্শ রবীন্দ্রনাথ, যে বাঙালির আদর্শ কাজী নজরুল, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ, সে বাঙালি কখনই পিছ পা নয়, কখনই হারাবার নয়। সে বাঙালি সর্বদাই সকলের জীবন্ত আদর্শ হয়ে থাকবে।