খুলনা দোলখোলা মোড়ে সকালের বাজার

দীপেশ রায়
Published : 23 Nov 2018, 09:28 AM
Updated : 23 Nov 2018, 09:28 AM

খুলনা দোলখোলা মোড়ে  প্রতিদিন বসে সকাল বেলার বাজার। চলে বেলা  সাড়ে এগারোটা পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতাদের ভিড় থাকে দোলখোলা মোড় থেকে শীতলাবাড়ি মন্দির  পর্যন্ত।

শহরে আরো  কাঁচা বাজার থাকলেও এই বাজারে ক্রেতাদের আনাগোনার কারণ হলো, কিছু দোকানি গ্রামের খালবিল থেকে শাকসবজি নিয়ে আসেন, যাতে নেই কোনো রাসায়নিক সার বা কীটনাশকের ব্যবহার।

কলমি শাক, ব্রাহ্মী শাক, থানকুনি শাক, হেলেঞ্চা শাক, মালঞ্চ শাক, ঢেঁকি শাক, ঘ্যাটকোল শাক, ঝুলি খ্যাতা শাক, তেলাকুচি শাক, পিয়ালছোটা শাক, গাধো শাক, বেলে শাক, কলার মোচা, কলার থোড়, ডুমুর আর শাপলা; খুলনার আঞ্চলিক নামের এই শাকসবজি কিনতে ক্রেতাদের আগ্রহ থাকে বেশি।

বর্ষাকাল থেকে শুরু করে আমন ধানের মাঠ শুকানোর আগ পযর্ন্ত সময়টাতে এ বাজারে দেখা যায় শোল, টাকি, মাগুর, শিং, পুঁটি, চিংড়ি ও ট্যাংরার মত মিষ্টি জলের মাছ।