‘ময়লা ফেলা নিষেধ’, তবুও ফেলা হচ্ছে

দীপেশ রায়
Published : 23 July 2019, 10:51 AM
Updated : 23 July 2019, 10:51 AM

খুলনা সিটি করপোরেশনের দোলখেলা শীতলা বাড়ি মন্দির সংলগ্ন ইসলামপুর রোডে গেলে দেয়ালের গায়ে  'ময়লা ফেলা নিষেধ' লেখা ছোট নোটিশটি সাঁটানো দেখা যাবে। আর ঠিক তার নিচে রয়েছে আবর্জনার স্তুপ।

শহরবাসীর মধ্যে অনেকেই  যারা বাড়ি বাড়ি গিয়ে ময়লা নিয়ে আসে সেইসব পরিচ্ছন্ন কর্মীদের কাছে ময়লা না দিয়ে ওই নোটিশ লেখা স্থানেই ময়লা ফেলে আসে।

আমি রোজ পায়ে হেঁটে ওই রোড দিয়ে অফিসে যাই। আমার অফিস যাবার পথে ওই ময়লার স্থানটি বাম দিকে পড়ে। আমি ওখানে গিয়েই রোড ক্রস করে  রোডের ডান দিকে চলে যাই। অপর দিক থেকে যে পথিকগণ আসছেন, তাদের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা হয়।

পথে, মাঠে, পানিতে ময়লা-আবর্জনা ফেললে পরিবেশ নষ্ট হয়।  এই সচেতনতাটুকু আমাদের তৃণমূল পর্যায়ে না আসায় নিজেই লজ্জিত বোধ করি।  অধিকাংশই শিক্ষা ও সচেতনতার অভাবে নিজের পরিবেশ নিজেই নষ্ট করে চলেছে।

খুলনা সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে অনুরোধ, খুলনা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য আরও কার্যকরি ভূমিকা রাখুন  এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বর্তমান সরকারকে সহযোগিতা করুন।