১০ ট্রাক অস্ত্র রহিম-রেজ্জাকুলকে কারাফটকে জিজ্ঞাসাবাদ, এই নিউজটা রাজনীতি বিভাগে ছাপা হলো, কেন?

আকাশের তারাগুলি
Published : 24 May 2011, 10:59 AM
Updated : 24 May 2011, 10:59 AM

১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক দুই প্রধানকে চট্টগ্রাম কারাফটকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।

এনএসআই'র এই সাবেক দুই প্রধান হলেন- অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী।

সোমবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত সংস্থার (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপার ও এ মামলার তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী তাদের জিজ্ঞাসাবাদ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বেলা সাড়ে ১২টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত দুজনকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম সিইউএফএল এর সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা দায়ের করে।

এ ঘটনায় সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক দুই গোয়েন্দা প্রধানসহ মোট ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

এটা একটা অপরাধ, জঘন্য অপরাধ। কার স্বার্থে, কিসের স্বার্থে নিজের মত করে এমন চাঞ্চল্যকর মামলাকে রাজনীতি ট্যাগ দেয়া হলো। এটা কি সাংবাদিকতায় ব্যালেন্সিং?