কুয়াশায় হলুদ আলোই ভালা!!!

দীপ্ত দাস (তীর্থ)
Published : 21 Nov 2012, 05:53 PM
Updated : 21 Nov 2012, 05:53 PM

এখন শীত পড়ে গেছে, জেনে রাখা ভাল এই সময় গাড়িতে হলুদ রঙের হেডলাইট লাগানোই ভাল। শুনতে একটু খারাপ শোনালেও এটা সত্য। কুয়াশা হল অতি ক্ষুদ্র জলকণা, যা বাতাসে ভেসে বেড়ায়। এই ক্ষুদ্র জলকণাগুলো সাদা আলো বিচ্ছুরণ করে। যার ফলে আলোর এক বাধা সৃষ্টি করে কুয়াশা, যা ড্রাইভাররা ভালভাবে টের পান।

যদি গাড়ীর হেডলাইটের আলোর ওয়েবলেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য খুব লম্বা হয়,(যেমন:হলদে আলোয়) তাহলে কুয়াশা দ্বারা ঐ বিচ্ছুরণ অনেকটাই কমে যায়। তাই হলুদ আলো (যেমন: সোডিয়াম ভেপার ল্যম্প) ব্যাবহার করলে কুয়াশা খুব একটা বাধা সৃষ্টি করতে পারে না।

লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশ লম্বা। ঐ আলো ব্যাবহার করলেও ভাল ফল পাওয়া যেতে পারে। কিন্তু মানুষের চোখে লালের চেয়ে হলুদের গ্রহন যোগ্যতা অনেক বেশি।