গাড়ি চুরি ছিনতাই রোধে গাড়িতে জিপিএস বাধ্যতামূলক করার চেষ্টা

কবীর
Published : 10 August 2011, 05:52 PM
Updated : 10 August 2011, 05:52 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় চুরি ছিনতাই রোধে গাড়িতে জিপিএস বাধ্যতামূলক করা হবে। হাসি পেল, সেই সভায় যাদের মাথা থেকে এই বুদ্ধি বের হোল তাদের নাম জেনে !!!!!!!!!! সেলুকাস ??? আসলেই কি তাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য হোম ওয়ার্ক করার ক্ষমতা আছে ? কিছু মাস আগে দেশ থেকে গ্যাস রপ্তানির জন্য নানা নাটক আরাম্ভ করা হোল, আর এখন নিজের দেশের নুতন তৈরী করা গৃহে / দালানে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ। অথচ অগাধ পয়সাওয়ালার গাড়ীতে গ্যাস ভরে চালানোর ব্যাবস্থা অব্যাহত রয়েছে। এই হোল কর্মকর্তাদের সিদ্ধান্ত নেওয়ার নমুনা

!!!!!!!!!!!!!!!!!! নিশ্চিত বিরাট লাভ অপেক্ষা করছে ????????????