যানজট সমাধান করুন!!!

কবীর
Published : 11 August 2011, 08:41 AM
Updated : 11 August 2011, 08:41 AM

সড়কের নিরাপত্তা বিধান এবং গাড়ি ছিনতাই প্রতিরোধের লক্ষ্যে জিপিএস ব্যাবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে , তাতে সড়কের নিরাপত্তা বিধান এবং গাড়ি ছিনতাই প্রতিরোধ করা যাবে। ভাল উদ্যেগ । ঢাকা শহরে কি এখন যানজট ও গাড়ি ছিনতাই প্রধান সমস্যা? যে শহরে রাস্তায় তেল পুড়িয়ে ঘন্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়, রাস্তার বেহাল অবস্থা- সেখানে চুরি ঠেকানোর জন্য নুতন প্রযুক্তি ব্যবহারে এত উৎসাহ কেন ? ট্রাফিক ব্যবস্থার কেন উন্নতি করা যায় না? সিগনাল কেন মানানো যায় না ? প্রধানমন্ত্রীর অফিসের সামনের সিগনাল না মেনে গাড়ি চলে যাচ্ছে, ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে দেখছে। রাস্তার মাঝে বাস থামিয়ে লোক নামাচ্ছে উঠাচ্ছে- ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে দেখছে। বেশীর ভাগ বাস/কোস্টার/ট্রাকের সিগনাল লাইট নাই। দিব্যি শহরে চলছে তাও ট্রাফিক পুলিশের সামনে দিয়ে। এগুলো মানানোর জন্য কি নুতন প্রযুক্তির দরকার আছে ? এর জন্য দরকার ট্রাফিক পুলিশের উপযুক্ত প্রশিক্ষন ও কাজ করার ইচ্ছা ও পরিবেশ। এর জন্য সরকারের বেশি খরচ ও হওয়ার কথা না। দেশের লোক মোটামুটি ভাবে জানে – চোর/ ছিনতাইকারীর লিষ্ট কোথায়, কাদের কাছে থাকে। সুতরাং তারা একটু সক্রীয় হলে এই ঘটনা অনেকটাই কমানো যাবে। এর জন্য এই মুহুর্তে জিপিএস এর প্রয়োজন নাই, যদি না অন্য কোন দুরভিসন্ধি থাকে !!!