মৃত্যূফাঁদ সড়ক!!!

কবীর
Published : 12 August 2011, 03:43 PM
Updated : 12 August 2011, 03:43 PM

ভাংগা রাস্তার ছবি দেখে আঁতকে উঠলাম। এক দিনে নিশ্চিত ভাঙ্গে নাই! যখন ভাংগা আরম্ভ হয়েছিল, তখন দেখার জন্য কি বিভাগীয় কর্মকর্তা / কর্মচারি ছিল না ? নাকি তাদের দেখার কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ ছিল ? সারা দেশের রাস্তার যে বেহাল অবস্থা হয়েছে বা হয়, তার রক্ষণাবেক্ষণের জন্য কি কোন প্লান করা থাকে না ? নাকি সে রকম প্লান থাকলে জনগনের উপকার হবে বলে তাও করা বারণ? হায় রে হতভাগা বাংলাদেশের জনগন !!!!!!!!!!!!!!! মনে হচ্ছে গাড়ি/ কোস্টারে / ট্রাকে জিপিএস লাগিয়ে ভাংগা রাস্তা দিয়েও গাড়ি চালানোর ব্যাবস্থা পাকা পোক্ত করে দেবে !!!!!!!!!!!!!!!!!!!! হায় রে প্রশাসন!