প্রধানমন্ত্রীকে হত্যা করার কী ক্ষেত্র তৈরী হচ্ছে তা বোঝা গেল না!!

কবীর
Published : 23 August 2011, 03:34 PM
Updated : 23 August 2011, 03:34 PM

প্রথম আলোর খবর- শেখ হাসিনাকে হত্যার জন্য নতুন ক্ষেত্র সৃষ্টি করা হচ্ছে – মন্ত্রী আশরাফ। মনে হচ্ছে আশরাফ সাহেব সব কিছু কে গুলিয়ে ফেলছেন। যতদুর জানি আন্না হাযারে কোন রাজনৈতিক নেতা বা রাজনীতির সাথে সরাসরি সংযুক্ত নন। উনি একজন বিবেকবান মানুষ। সমাজের কাজে নিজেকে সংযুক্ত রাখার চেষ্টা করেন বলে মিডিয়ার মাধ্যমে আমরা তা জেনেছি। উনি ভারতের সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং তাতে সে দেশের সাধারন জনগন স্বতস্ফুর্ত ভাবে সমর্থন জানিয়েছে। বিদেশের সংবাদ মাধ্যমগুলোও তা প্রকাশ করে যাচ্ছে। আমাদের দেশেও যদি কেউ স্বতস্ফুর্ত ভাবে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন , তবে তা কি অন্যায় হবে? সাধারন জনগন হিসাবে বুঝি, বরঞ্চ তাদেরকে শ্রদ্ধা ভরে দেখা উচিৎ। এর সাথে প্রধান মন্ত্রীকে হত্যা করার কি ক্ষেত্র তৈরী হচ্ছে তা বোঝা গেল না !! আর ১/১১ যারা ঘটিয়েছিল, তার জন্য আমদের দেশের রাজনীতিবিদেরাই ভাল ভাবে অবহিত, আর সব দলের নেতা কর্মীদের কি ভুমিকা ছিল তাও উনাদের জানা। উনি আর ও অভিযোগ করেছেন, কিছু কিছু পত্রিকা ও টেলিভিশন চ্যানেল বিশেষ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। আমরা এ দেশের সাধারন নাগরিকরা কিন্তু এই টেলিভিশন ও খবরের কাগজের মাধ্যমেই দেশের সার্বিক চিত্র কি, তা কিছুটা হলেও জানতে পারি এবং এর সাথে কর্তাব্যক্তিদের কৃতকর্মের দক্ষতা, বচন প্রক্রিয়া সম্বন্ধে অবহিত হই।