হাইকোর্ট এর নির্দেশ- পরীক্ষা ছাড়া পেশাদার লাইসেন্স নয়

কবীর
Published : 26 August 2011, 03:15 PM
Updated : 26 August 2011, 03:15 PM

আইন প্রতিপালন ও পরীক্ষা ছাড়া সব ধরনের গাড়ি চালনার লাইসেন্স দেওয়া থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিরত থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তা হলে মন্ত্রী সাহেবের নির্দেশ কি হবে ? অবশ্য গরু / ছাগল চেনার পরীক্ষাও নিতে পারে !!!!!!!!!!!!!!!! হায়রে জাতি ? এ সময় হাইকোর্টের কিছু কিছু নির্দেশ দিতে দেখা গেছে সরকারের প্রতি। প্রশ্ন হোল – হাইকোর্টকেই যদি নির্দেশ দিতে হয় বিজ্ঞ মন্ত্রী / কর্মকর্তাদের কাজের জন্য, তা হলে উনাদের রাখার দরকার কি ? এটাই তো উনাদের অপরিপক্বতা/ অদক্ষতার মাইল ফলক !!!!!!!!!!!!