গুজব তা হলে সত্য!!!

কবীর
Published : 30 Sept 2011, 04:46 PM
Updated : 30 Sept 2011, 04:46 PM

আড়াই লাখ মার্কিন তারবার্তা ফাঁস করেছে উইকিলিকস। মার্কিন কূটনীতিকদের ভাষ্যে এসব তারবার্তায় বেরিয়ে এসেছে বাংলাদেশের রাজনীতি ও ক্ষমতার অন্দরমহলও । এ পর্যন্ত দেশের কয়েকটি দৈনিক সংবাদপত্রে ধারাবাহিক ভাবে এই কাহিনীগুলো ছাপা হচ্ছে। কী মজার কাহিনী !!!! এ সমস্ত কাহিনী কিন্তু এ দেশের জনগন নানা সময়ে শুনেছিল। কিন্তু দুষ্ট লোকেরা তখন বলতো এ গুল! গুজব!

এই কাহিনী থেকে সাধারন জনগন হিসাবে এটাই বুঝতে পারছি এবং পরিস্কার – স্বাধীন দেশের যারাই দেশ পরিচালনা করেছিলেন বা করছেন, তারা গনতান্ত্রিকই হউন আর অগণতান্ত্রিকই হউন, সবাইকেই সেই মার্কিন কূটনীতিকদেরকে হিসাবনিকাষ জানিয়েই গদি ঠিক রাখার জন্য আপ্রান চেষ্টা করতে হয়। লজ্জা লাগে জেনে – সামান্য নিজেদের মধ্যেকার রেষারেষি নিয়ে বিদেশির কাছে নালিশ জানানো। হায়রে ব্যাক্তিত্ব, মানসিকতা ও স্বাধিনতা আমাদের নেতাদের ও কর্মকর্তাদের !!!!!