পদ্মা সেতুর দুর্নীতি যোগাযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে

কবীর
Published : 12 Oct 2011, 04:41 AM
Updated : 12 Oct 2011, 04:41 AM

পদ্মা সেতু হচ্ছে না! দুর্নীতির তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত অর্থ ছাড় কিংবা দরপত্র-প্রক্রিয়া অনুমোদন করবে না বলে জানিয়ে দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশে বিশ্বব্যাংকের পরিচালক এলেন গোল্ডস্টেইন বলেছেন, 'জালিয়াতি ও দুর্নীতি বিষয়ে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমরা পদ্মা সেতু প্রকল্প নিয়ে আগাব না"। কেন এই ধারনা হোল আমাদের এই যোগাযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে ???? আসলেই কি দুর্নীতিগ্রস্ত বিভাগ ? দেশের লোকের কিন্তু অনেক আগেই এ ধারনা জন্মেছিল, কাগজে খবর ও ছিল, কিন্ত সরকার বলছিল প্রমান সহ হাজির করতে ? বিদেশীরা এ খবর কেমন করে পেল ? এর জবাব কি সরকার দিতে পারবে ? আর কত লজ্জা পেতে হবে এ দেশের সাধারন জনগনকে, কিছ সংখ্যক হাতে গোনা দুর্নীতিবাজদের জন্য ????????