মন্ত্রীর দুর্নীতির কারণেই আটকে গেল পদ্মা সেতু

কবীর
Published : 14 Oct 2011, 06:27 PM
Updated : 14 Oct 2011, 06:27 PM

আর কত প্রমান লাগবে পদ্মা সেতুর সাথে জড়িতদের বিশেষ করে মন্ত্রী সাহেবের দুর্নিতী প্রমান করতে ? কাগজে যে ইতিহাস ছাপা হচ্ছে তারপর ও উনি কি ভাবে মন্ত্রীর পদে থাকতে পারছেন ? অবশ্য উনি বলেছেন উনার অপসারন উনার হাতে নাই। তবে কার হাতে আছে ? বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সরানোর ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই। কারণ, যোগাযোগমন্ত্রী একজন কমিশন এজেন্ট। আর ওই কমিশনের একটি অংশ তিনি সরকারের উচ্চপর্যায়ে দেন। সত্যই কি তাই ?????????