কেন এরকম সমন্বয়হীনতা ও কেন জনগনকে চরম উপেক্ষা?

কবীর
Published : 11 Nov 2011, 09:40 AM
Updated : 11 Nov 2011, 09:40 AM

১ মাস ২২ দিন পর আবার বাড়াতে হলো তেলের দাম। কেন তখন বুঝতে পারে নাই বিশেষজ্ঞরা, যে আবার দাম বাড়াতে হবে খুব শীঘ্রই !!!!!!! নাকি একবার বাড়িয়ে জনগনের প্রতিক্রিয়া কী, তা পরীক্ষা করলেন? জনগন যেহেতু কোন রিয়্যাক্ট করলো না, তাই আবার বাড়ানো হলো। কেন এই লুকোচুরি খেলা? অর্থমন্ত্রী বললেন – সিএনজি'র দাম বাড়বে, তেলের দাম এই মুহুর্তে বাড়বে না। অথচ বাড়লো !! উনি কি জানতেন না , নাকি জানানো হয় নাই উনাকে ? কেন এরকম সমন্বয়হীনতা? কেন দেশের জনগন জানতে পারে না? কেন এরকম চরম উপেক্ষা?? এই কী গনতান্ত্রিক সরকার বলে মুখে ফেনা তোলা দলের চেহারা ? জানিনা এর শেষ কেমন করে হবে!