যানবাহনের ৮০ ভাগই চলাচলের অনুপযুক্ত ও কাগজপত্র ভুয়া

কবীর
Published : 16 Jan 2012, 02:32 AM
Updated : 16 Jan 2012, 02:32 AM

যোগাযোগ মন্ত্রী দেখলেন, রাস্তায় চলাচলরত যানবাহনের ৮০ ভাগই চলাচলের অনুপযুক্ত ও কাগজপত্র ভুয়া। এটা কি খুব অল্প সময়ে হয়েছে? কেন হয়েছে, কেমন করে হয়েছে, তা কি মন্ত্রী সাহেব বুঝতে পেরেছেন ? বোঝার তো কথা। উনিও তো এ দেশের ই ছেলে !!!!! পারবেন অনুপযুক্ত ও কাগজপত্র ভুয়া ভাবে যে সব যানবাহন চলছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে ? পারার কথা নয়। কথায় আছে না, বাশের চেয়ে কঞ্চি শক্ত !!!!! আমাদের দেশের এই সমস্ত ফেডারেশনের লোকবলকে মদদ পুষ্টি দিয়ে আজকের এই পরিনতি। তাদের যে কি ক্ষমতা, তা এদেশের জনগন অনেকবার দেখেছে !!!!! তাদের এই ক্ষমতার উৎস কি , তা জনগন জানে। আশা করি মন্ত্রী সাহেব ও জানেন। তবু ও আশা করছি, মন্ত্রী সাহেব যে উদ্যেগ নিতে চাচ্ছেন, তাতে যেন কামিয়াব হন। একট ভাল উদাহরন সৃষ্টি হউক।