সংযমী হোন, সম্মান বাড়বে- মন্ত্রীগণ

দুর্বার
Published : 11 Feb 2012, 07:02 AM
Updated : 11 Feb 2012, 07:02 AM

গ্রামের একটি প্রবাদ দিয়ে শুরু করলাম "নাটা মানুষ আগে মাথে (কথা বলে) আর নাটা জমি আগে ফাটে" অতীতের রেকর্ড দেখলে মনে হয় আমাদের মন্ত্রী মহোদয়গন বুঝতে পারবেন, বাঘ শিয়ালের কি্স্সা, যেমন খুব চতুর চালাকী ছিল শিয়াল, আর বাঘ ছিল হাবা মার্কা, বন্দী বাঘ যখন কাকুতি মিনতি করে শেয়ালকে বলল ভাঈ আমার খাচার দরজা খুলে দাও আমি একটু বাঈরে যাবো,বনের মধ্যে আমার বাচ্চারা কান্না করেছে, সহজ সরল শিয়াল কোন কিছু চিন্তা না করে বাঘের খাচার দরজা খুলে দিল আর অমনি বাঘ খাচা থেকে বেরীয়ে শিয়াল কে বলল বেকুব তুঈ যখন আমার খাচার দরজা খুলে দিলি তখন তোকে দিয়ে আমার যাত্রা শুরু করি খাবারের মনি বানিয়ে, চতুর শিয়াল তখন বাঘকে বলছিল যাক যখন তোর উপকার করলাম তার প্রতিদান তুঈ আমাকে খাবি খা আপত্তি নাঈ, তবে একটি কথার জবাব তুঈ আমাকে দিবি , বাঘ বলল কি জবাব / প্রশ্ন ? শিয়াল বলল কিভাবে তুমি ওখানে ঢুকলে, তখন বাঘ শিয়ালকে তাকে দেখানোর জন্য খাচার ভিতরে আরেকবার ঢুকল যখন বাঘ খাচার ভিতর ঢুকল তখনি শিয়াল খাচার দরজা বন্ধ করে দিল। ঠিক তেমনি আমাদের দেশের সম্মানিত ব্যাক্তিগন তথা মন্ত্রী গনকে উদ্দেশ্য করে বলছি, যখন আপনাদের কথা শিুনি তখন মনে হয় আপনারা বাঘ মার্কা চালাক, এজন্য এ সমস্ত কথাবার্তা যেমন আঈন প্রতিমন্ত্রি বলছেন, ১২ তারিখ বিরোধী দলকে ঢাকায় ঢুকতে দেয়া হবেনা, তার মানে ঢাকা উনার বাবার কেনা সম্পত্তি? আর যদি উনার বাবার কেনা সম্পত্তি না হয় তাহলে উনি এখাবে বলতে পারেন না। বাংলাদেশকে এক সময় আওয়ামীলীগ তাদের কেনা সম্পত্তি মনে করল আর তার পরিণাম কি হল স্বপরিবারে শেখ মুজিব হত্যা হতে হল, যা বাংলাদেশের ঈতিহাসে জগন্যতম একটি হত্যাকান্ড,যার নিন্দ্ জানাঈ। কিন্তু শেখ মুজিবের কোন দোষ ছিলনা ছিল তার চাটুকারদের । চাটুকাররা বেছে গেল আর শেখ সাহেবকে প্রাণ দিতে হল তেমনি এক চাটুকার কামরুল ঈসলাম। বিগত সরকারের মন্ত্রী বাবর কোথায় বহুত দাপট দিয়ে চলতো, মন্ত্রী সাহেব একটি কথা মনে রাখবেন জনতা নামে পিঁপড়া যখন রাস্তায় বরিয়ে আসবে তখন পালাবার রাস্তা পাবেনা তাই বলছিলাম কি সংযমী হোন সম্মান বাড়বে।তাদের চাটুকারতদর জন্য শেখ হাসিনার ক্ষতি হবে। আবার আরেকটি ঘটনা হিন্দু মুলমানের মারামারি ঘটনা চট্টগ্রাম হাটহাজারী এলাকায় আর এটা ঘটিয়েছে নাকি শিবির এর কর্মিরা কিভাবে বলে এসব কথা মাথায় এাসেনা, যদি এমন হয় তাহলে হাটহাজারীতে শিবির ছাড়া আর কিছু নাই।