তুমি বুঝবা না!

দ্যুতি
Published : 4 April 2015, 01:59 PM
Updated : 4 April 2015, 01:59 PM

নারী! শুধুই কি একটি শব্দ?! না। বরং বহু দায়িত্বের সমষ্টি। দায়িত্ব পালনে কোন আপত্তি নেই কিন্তু আমরা নারীরা কষ্ট পাই তখনই যখন অধিকারের বেলায় আমরা অবহেলিত হই! কর্তব্য পালনের সময় বলা হয় তুমি একজন মা/মেয়ে/বোন/স্ত্রী/বউ সুতরাং এটা তোমার করতে হবে কিন্তু অধিকার দেবার বেলায় কেন বলা হয় এসব তুমি বুঝবা না সুতরাং চুপ থাক!

নারী বুঝে না এটা সত্যি নয় বরং সত্যিটা হচ্ছে নারী যদি মতামত প্রকাশ করে তবে আমাদের সমাজের অনেক পুরুষেরই আঁতে ঘা লাগে কারণ সবসময় যে একজন পুরুষ আমার চেয়ে ভাল বুঝবে তা সত্যি নাও হতে পারে। সুতরাং এখানে প্রশ্ন বিজ্ঞতার নয় বরং নিজেকে শ্রেষ্ঠ প্রমান করার।

কিন্তু এরই মাঝে এমন কিছু পুরুষও আছেন যারা তাদের মা/মেয়ে/বোন/স্ত্রী/বউ এর মতামতকে গুরুত্ব দেয় এবং সে অনুযায়ী নিজের সিদ্ধান্ত গ্রহণ কে অসম্মানজনক মনে করেনা । আশা করি সমাজ এদের অনুসরণ করবে এবং একদিন সমগ্র নারী জাতি নিজের মতামতকে সাহসের সাথে প্রকাশ করতে পারবে।