নিরাপদ ওয়েব সার্ফিং- পর্নোগ্রাফির ছোবল থেকে শিশুদের রক্ষার উপায়সমূহ

দুরন্ত বিপ্লব
Published : 22 June 2012, 01:43 PM
Updated : 22 June 2012, 01:43 PM

তারিখ: ৩০ জুন, ২০১২, শনিবার
সকাল ১০: ০০ থেকে বিকেল ০৫: ৩০
স্থান: ফ্রেপড অডিটোরিয়াম, পলাশী, ঢাকা-১০০০

ফ্যাসিলেটেটর: জনাব সাজেদুর রহিম জোয়ারদার
সাধারণ সম্পাদক, ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সল্যুশনস বাংলাদেশ
কোর মেম্বার, লিনাক্স মিন্ট বাংলাদেশ কমিউনিটি

বর্তমানে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের অংশ। আমাদের অধিকাংশ দৈনন্দিন ও প্রয়োজনীয় কাজ ইন্টারনেটের সহায়তায় সম্পন্ন করতে হয়। এর ফলে ইন্টারনেট আমাদের পারিবারিক জীবনেরও অংশ হয়ে যাচ্ছে। আমাদের সন্তানদের স্বাভাবিক বিকাশে ইন্টারনেটের নিরাপত্তা ও নিরাপদ সার্ফিং গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে নিরাপদে ওয়েব সার্ফিং করা যায় এবং আমাদের সন্তানদের ইন্টারনেটের নোংরা বিষয়গুলি থেকে দূরে রাখা নিশ্চিত করা যায়, তা শিখবো।

প্রশিক্ষণের বিষয়সমূহ
ইন্টারনেটের ধারণা ও ব্যবহার
আগামী প্রজন্মের জন্য ইন্টারনেট পরিচিতি
সন্তানকে নিরাপদ ব্রাউজিং শেখানো
পিতামাতার জন্য গাইডলাইন
ওয়েবের আপত্তিকর কুরুচিপূর্ণ কনটেন্ট থেকে সন্তানদের নিরাপদ রাখার উপায়সমূহ
মুক্ত আলোচনা
এ্যাসেসমেন্ট
সার্টিফিকেট প্রদান

প্রশিক্ষণের উদ্দেশ্য
নিরাপদে ওয়েব সার্ফিং/ব্রাউজিং করা উপায়সমূহ সম্পর্কে ধারণা দেয়া।
উপায়সমূহ দক্ষতার সাথে প্রয়োগ করা হাতেকলমে শেখানো।
সন্তানদের ওয়েব সার্ফিংয়ে নিরাপদ রাখার পদ্ধতি।

কারা অংশ নেবেন
যারা নিরাপদে ইন্টারনেটে কাজ করতে চান
যারা উঠতি বয়সের সন্তানদের ইন্টারনেটে নিরাপদ রাখতে চান

আগ্রহীদের আগামী ২৯ জুন, ২০১২ মধ্যে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

রেজিস্ট্রেশন ফি : ১,৫০০ টাকা

যোগাযোগ:
ফোন: ০১৭৬০৫১৮৪৯৯
ইমেইল: ‍duranta71@gmail.com
আয়োজক সংগঠন: স্বপ্নছোঁয়া বাংলাদেশ ফাউন্ডেশন

স্বপ্নছোঁয়া বাংলাদেশ ফাউন্ডেশন, জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের জন্য ক্রিয়াশীল সামাজিক সংগঠন। কৃষি ও শিক্ষা এর প্রধান কার্যক্রম। জীবনের সকল ক্ষেত্রে ইন্টারনেটের দক্ষ ব্যবহার নিশ্চিত করা ও ইন্টারনেটে বাংলা কনটেন্ট বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করা স্বপ্নছোঁয়া বাংলাদেশ ফাউন্ডেশনের অন্যতম উদ্দেশ্য।