চরম দুর্ভোগে পড়তে যাচ্ছে সন্দ্বীপের ঘরমুখী মানুষগুলো

দ্বীপের আলো
Published : 8 August 2012, 03:47 AM
Updated : 8 August 2012, 03:47 AM

বিআইডব্লিউটিসির অবহেলায় চরম দূর্ভোগে পড়তে যাচ্ছে সন্দ্বীপের ঘরমুখী মানুষ গুলো। নদী পথে বিচ্ছিন্ন এই দ্বীপটিতে দেশের মূলভূখণ্ডের সাথে যোগাযোগের একমাত্র ব্যবস্থা হচ্ছে এই নৌ পথ। আর সেখানেই কর্তৃপক্ষের চরম গাফলতির প্রমান পাওয়া গেছে। জানা গেছে ঈদকে সামনে দেশের যেখানে সব নৌ রুট গুলোতে যোগ হচ্ছে বেশ কিছু বিশেষ ব্যবস্থা, আর সেখানে চট্রগ্রাম থেকে সন্দ্বীপ- হাতিয়া- বরিশাল গমনের একমাত্র নৌ ব্যবস্থায় নিয়মিত পরিবহনের সার্ভিসের কোন লন নেই। সব জাহাজ গুলো বন্ধ হতে হতে এখন আর ধুকে ধুকে চলছে পাকিস্তান আমলে তৈরী এম ভি আব্দুল মতিন। আপাতত সপ্তাহে তিন দিন সার্ভিস দিয়ে চলছে এই জাহাজটি, এর বাহিরে সচল জাহাজ এম ভি মনিরুল হক যান্ত্রিক ক্রটির কারনে পড়ে আছে কর্ণফুলী নদীতে। এই চরম অবস্থায় সন্দ্বীপের ঘরমুখী মানুষের একমাত্র দুশ্চিন্তা কিভাবে তারা ফিরবেন নাড়ীর টানে প্রিয় জন্মভূমি সন্দ্বীপে।