সন্দ্বীপের মগধরা ইউনিয়নে রমরমা মাদকের ব্যবসা

দ্বীপের আলো
Published : 28 June 2011, 10:12 AM
Updated : 28 June 2011, 10:12 AM

সন্দ্বীপের মগধরা ইউনিয়নে রমরমা মাদকের ব্যবসা । সন্দ্বীপের মগধরা ইউনিয়নের বিভিন্ন স্পটে সন্ধার পর নেমে আসে যেন মাদকের হাট। ইউনিয়নের পেলিশ্যার বাজার , সরকারী পুকুর মোড, শীলতলা,ও পূর্বে আদর্শ পাডা কলোনী এসব এলাকায় প্রতিদিন সন্ধ্যার পর থেকে শুরু হয় মাদক কেনা বেচার বানিজ্য। ওপেন সিক্রেটের মতো বিক্রি হচ্ছে মদ গাজা, ফেনসিডাল আর স্পিরিট। এমনকি বিভিন্ন পাডা মহল্লার দোকানগুলেতে বিক্রি হচ্ছে মদ, গাজা। মাদকের এ ছোবলে উঠতি বয়সের ছেলেরা জড়িয়ে পডছে বেশি। একটু সন্ধা নামতেই ঘর থেকে বের হতে সাহস করেন না অনেকই। সরেজমিনে ঘুরে দেখা গেছে বেশ কিছু রাজনৈতিক নেতাদের আশ্রয়ে গডে উঠছে এ মাদকের রমরমা ব্যবসা।আর যার কারনে এলাকার আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা করছে এলাকাবাসী। এই ব্যপারে উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতাকে দায়ী করছে এলাকার জনগন |