ছাদ বাগানে আড্ডা

এহতেশামুল হক মল্লিক
Published : 23 Nov 2015, 06:13 PM
Updated : 23 Nov 2015, 06:13 PM

ছাদে আড্ডা দেয়ার মজাই আলাদা । আর ছাদে যদি সুন্দর ছিমছাম বাগান থাকে তাহলে তো আর কথাই নেয় । আনন্দের মাত্রা বহুগুণে বেড়ে যায় । রাজধানীসহ দেশের বিভিন্ন শহরেই বাড়ির ছাদে বাগান করা বেশ জনপ্রিয়তা পেয়েছে। কিছু এলাকার অধিকাংশ বাড়ির ছাদেই বাগানের দেখা মেলে । তবে এর মধ্যে বেশির ভাগ বাগানই গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে । নগরবাসীর বাগান করার জন্য জমি পান না । কিন্তু প্রায় জমির সমান একটা ছাদ বা ব্যালকনি অধিকাংশ নগরবাসীরই আছে । তাই ছাদকে কাজে লাগিয়ে বাগান করা যায় অনায়াসে। পরিকল্পিতভাবে  ছাদে বাগান করে ছাদের সৌন্দর্য যেমন বাড়ানো যায় তেমনি পতিত ছাদটাকে সদ্বব্যবহার করে পারিবারিক ফল-মূল ও শাকসবজি চাহিদা মেটানো যায়। অবসর সময় কাটাতে ছাদে আড্ডার কোন জুড়ি নেই । আর সেই ছাদটা যদি হয় ফল-মূল, শাকসবজি ও ফুলে ভরপুর তাহলে তো আর কথাই নেই । আরবান রুফ গার্ডেনারস সোসাইটির প্রত্যক্ষ ও পরোক্ষ তত্ত্বাবধানে প্রতিনিয়ত তৈরি হচ্ছে রুফ গার্ডেন । শহরের ছাদ ও ব্যালকনির বাগানসৃজনকারীরা সংগঠনটির মাধ্যমে একসাথে সম্মিলিতভাবে বাগান করার মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি গাছের নানা রোগব্যাধির সমাধান সম্পর্কে সহজেই জানতে পারছেন এবং অর্জিত জ্ঞান নিজ নিজ বাগানে প্রয়োগ করে সুফল পাচ্ছেন। তা ছাড়াও শহরের বিভিন্ন ছাদ বাগানে মাঝে মধ্যেই আড্ডার ব্যবস্থা করছে আরবান রুফ গার্ডেনারস সোসাইটি।

ওয়েব সাইটঃ www.urgsbd.com
ফেসবুক পেইজঃ www.facebook.com/urgs.bd