ছাদ বাগানে বিদেশি ফলের সমাহার

এহতেশামুল হক মল্লিক
Published : 25 Dec 2015, 06:18 PM
Updated : 25 Dec 2015, 06:18 PM

প্রতিনিয়তই বাড়ছে ছাদ বাগান । ফুল,ফল,শাক-সবজি ছাড়াও বিভিন্ন ধরণের শোভাবর্ধনকারী গাছ দিয়ে সাজানো হচ্ছে এইসব ছাদ বাগানগুলো । তন্মধ্যে বর্তমানে ছাদে ফল বাগান করতেই বেশী আগ্রহ দেখা যাচ্ছে অধিকাংশ গার্ডেনারদের । গত কয়েক বছরে অধিকাংশ ছাদ বাগানই ফলের গাছ প্রাধান্য পাচ্ছে । তার উপর যুক্ত হয়েছে বিদেশী বিভিন্ন জাতের ফল । আজকাল ছাদ বাগানে বেশ ঘটা করেই লাগানো হচ্ছে বিদেশী বিভিন্ন ফলের গাছ । এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে থাই মিষ্টি তেতুল, মিষ্টি কামরাঙা, মিশরীয় ডুমুর, ড্রাগন ফ্রুটস, ষ্ট্রবেরী, বিদেশী বিভিন্ন ধরণের পেয়ারা, আম, এগ ফ্রুটস, রকমেলন, ম্যাংগোষ্টিন, নাশপাতি, স্টার আপেল, পিচফল, জামরুল, মিষ্টি আঙ্গুর, শরীফা, চেরী, ইত্যাদি । বাংলার মানুষের কাছে এক সময় যেসব ফল ছিল স্বপ্নের মতো তা আজ হাতের নাগালের মধ্যে । বিদেশী এসব গাছে ফলনও হচ্ছে বেশ ভাল । শখ করে ছাদ বাগান শুরু করলেও অনেকেই এখন এ থেকে পারিবারিক ফল-মুলের চাহিদা মিটাচ্ছেন ।

ছাদ বাগানে কিছু বিদেশী ফল গাছ

থাই মিষ্টি কামরাঙা

টবে মিশরীয় ডুমুর

ড্রাগন ফ্রুটস

সিডলেস মিষ্টি আঙ্গুর

থাই মিষ্টি জামরুল

পেয়ারা

পিচ ফল

থাই মিষ্টি তেতুল