ছাদে হোক স্বপ্নের বাগান

এহতেশামুল হক মল্লিক
Published : 11 Feb 2016, 07:27 AM
Updated : 11 Feb 2016, 07:27 AM

অস্বাভাবিক দূষিত রাজধানীর বাসিন্দা আমরা । যাদের প্রতিনিয়ত হেটে বা সাধারন যানবাহনে চড়ে যাতায়াত করতে হয় তারা সবাই আমার এ কথার সাথে একমত হবেন । এসি গাড়ীর রঙীন গ্লাসের ভেতর থেকে শহরটাকে অন্যরকম লাগাটাই স্বাভাবিক । বিজ্ঞানের ভাষায় একজন মানুষ দিনে ২২ হাজার বার নিঃশ্বাস নেয় । আর তাতে প্রতিদিন একজন মানুষের ষোল কেজি অক্সিজেনের প্রয়োজন । যার যোগানের জন্য প্রয়োজন হয় সাতটি গাছ । সে হিসেবে ঢাকা শহরে কি পরিমান গাছ থাকা প্রয়োজন সহজেই তা অনুমেয় । নানা কারণেই নগর থেকে সবুজ হারিয়ে গেছে । বড় বড় অট্টালিকার ভিড়ে কদাচিৎ সবুজের দেখা মেলে । তবে একটু সদিচ্ছাই ইট পাথরের শহুরে জীবনে ফিরিয়ে আনা যেতো সবুজ প্রকৃতির ছোঁয়া । গ্রাম্য পরিবেশ আমরা ফিরে পেতে পারবো না ঠিক কিন্তু ইচ্ছা করলেই আমরা আমাদের কংক্রীটের ছাদে গড়ে তুলতে পারি একটি স্বপ্নের বাগান । যেখানে থাকবে নজরকাড়া সুন্দর ফুলের মিষ্ট ঘ্রান, গাছপাকা টাটকা সুমিষ্ট ফল , বিষমুক্ত শাক-সবজি আর শোভাবর্ধনকারী বিভিন্ন গাছ । নিজের সৃজনকৃত ছাদ বাগান থেকে নানা ধরণের শাক-সবজি, ফল-মুল খেতে পেরে পরিবারের সবাই তৃপ্তির ঢেঁকুর তুলবে এটাই স্বাভাবিক । পরিকল্পনা মাফিক ছাদ বাগান করলে নিজের পারিবারিক ফল-মূল, শাক-সবজির চাহিদা অনেকাংশেই মিটানো সম্ভব।