আফ্রিকার হাইওয়েতে নসিমন-করিমন-ভটভটি চললে বাংলাদেশে চলতে বাধা কোথায়?

Published : 7 August 2015, 05:54 PM
Updated : 7 August 2015, 05:54 PM

ডি আর কঙ্গো এবং উগান্ডার সীমান্তে দাঁড়িয়ে ছিল বেশ কয়েকটি ত্রি-চক্র যান যাদেরকে আমরা নসিমন-করিমন-ভটভটি ইত্যাদি নানা নামে ডেকে থাকি। এই নসিমন গুলো কাম্পালা থেকে হাইওয়ে ধরে এসেছে। রাস্তার দুরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। এরপর এগুলো যাবে কঙ্গোতে। আরো কতশত কিলোমিটার পাড়ি দিবে কে জানে?

মোটর সাইকেলের ১৫০ সিসি ইঞ্জিন চালিত চীনে তৈরী এসব নসিমনে আধুনিক গিয়ার বক্স এবং ব্রেক সংযুক্ত আছে। প্রায় ৮০০ কেজি ভার বইতে পারে। মূল্য ১৫০০ ইউ এস ডলার। আফ্রিকার হাইওয়েতে এসব নসিমন-করিমন-ভটভটি চলতে পারলে আমাদের দেশে চলতে বাধা কোথায়?