এম সি কিউ (MCQ) বাণিজ্য

Published : 22 Sept 2015, 04:23 AM
Updated : 22 Sept 2015, 04:23 AM

ময়মনসিংহ শহরের অভ্যন্তরে একটি সাধারণ মুদি দোকান। সাথে আছে দুটি ফটোস্ট্যাট মেশিন। পাশে বিখ্যাত একটি স্কুল। এ মাসের ৩০ তারিখে সেই স্কুলের দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের টেষ্ট পরীক্ষা শুরু হবে। জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক কিছু স্যামপল এমসিকিঊ দিয়েছেন দোকান মালিকের কাছে। যে সকল ছাত্র-ছাত্রীর সেসব এমসিকিউ দরকার, তারা ফটোকপি'র আদেশ দিতে পারেন। প্রতি সেট ১০০ টাকা। বিভিন্ন শাখা এবং বাংলা-ইংরেজী ভার্ষন মিলিয়ে দশম শ্রেণীতে মোট ছাত্র ছাত্রী আছ প্রায় ২৫০। ধারণা করছি সব ছাত্র-ছাত্রী ই এক সেট করে নিবে। দোকানীর মোট বিক্রয় হবে ২৫০০০ টাকা। শিক্ষক কত পাবেন?