ভূমি হতে সর্বোচ্চ উচ্চতায় স্থাপিত মসজিদ

Published : 9 April 2017, 06:49 AM
Updated : 9 April 2017, 06:49 AM

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিংডম সেন্টার। সৌদিরা এটাকে কিংডম টাওয়ার বলতে বেশী ভালবাসে। ৩০০ মিটারের বেশী উচ্চতা সম্বলিত, ৯৯ তলা উঁচু ভবনটি সৌদি আরবের তৃতীয় এবং সারা বিশ্বের মধ্যেও তৃতীয় উঁচু বিল্ডিং। এই টাওয়ারের কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হল এখানে আছে বিশ্বের সর্বোচ্চ (ভূমি হতে সর্বোচ্চ উচ্চতা) মসজিদ । অনেকে অবশ্য এই টাওয়ারের উপর ৫৬ মিটার লম্বা স্কাই ব্রিজের জন্য এটাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকতে পারেন। ১৮৩ মিটার উচ্চতায় অবস্থিত এই মসজিদটির আয়তন ১১০ বর্গ মিটার যেখানে ৮৫ জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। ২০০৩ সালের ১৩ অক্টোবর তৎকালীন ক্রাউন প্রিন্স আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ এই মসজিদটির উদ্বোধন করেছিলেন।

গত ২৮ মার্চ ২০১৭ তারিখে এই টাওয়ার, তার স্কাই ব্রিজ এবং অনন্য উচ্চতার মসজিদ দেখার সৌভাগ্য হয়েছিল।