৪ লক্ষ টাকা মূল্যের ফাইকাস

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 25 June 2012, 11:13 AM
Updated : 25 June 2012, 11:13 AM

এবার বৃক্ষমেলা-২০১২তে মেলায় প্রদর্শিত সবচেয়ে দামী গাছটির মূল্য মাত্র ৪,০০,০০০/- টাকা। এটি একটি অশ্বত্থ গাছের বনসাই। গাছটির বৈজ্ঞানিক নাম অনুসারে নার্সারী কর্তৃপক্ষ বনসাইটির নাম দিয়েছেন "ফাইকাস"। বয়স লেখা আছে ৪০ বৎসর। পাওয়া যাবে মেলার গার্ডেনিয়া নাসারীতে। কেনার সাহস না হলেও একবার নিজ চোখে দেখে আসতে পারেন। একটি বৃহৎ অশ্বত্থ গাছকে কিভাবে বামন করে ছোট আকৃতি দেওয়া হয়েছে। এই ফাইকাস গাছটির আদি বা অরিজিনাল গাছের ডাকনাম আমাদের দেশে পিপল বা অশ্বত্থ গাছ। যাকে বোধি বৃক্ষও বলা হয়। উদ্ভিদ বিজ্ঞানে যার নাম ফাইকাস রিলিজিয়ন্সিস (Ficus religiosa)। এই গাছেরই তলায় দীর্ঘদিন ধরে উপাসনা করার পর গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন। তবে সেই গাছটি বনসাই এর আকারে ছিলনা। ছিল প্রাকৃতিক ভাবে গড়ে উঠা প্রকান্ড অশ্বত্থ গাছ। ফাইকাস (ডুমুর/fig জাতীয়) গোত্রের ইউরোস্টিগমা (বট জাতীয়) উপগোত্রের সদস্য। জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস: জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Magnoliophyta শ্রেণী: Magnoliopsida বর্গ: Rosales পরিবার: Moraceae গণ: Ficus প্রজাতি: Ficus religiosa দ্বিপদ নাম: Ficus religiosa তথ্যসূত্র:- উইকিপিডিয়া ও ইন্টারনেট। ছবির স্থান: বৃক্ষমেলা-২০১২, শেরেবাংলা নগর, ঢাকা। তারিখ: ১৫/০৬/২০১২ইং, সময়: সকাল ১১:৪০ মিনিট