কিছুটা মেঘ কিছুটা রোদ্দুর

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 17 July 2012, 11:54 AM
Updated : 17 July 2012, 11:54 AM

"শ্রাবণের মেঘ গুলো জড়ো হল আকাশে"…..হুম, সেই বিখ্যাত গানের কলি গুলো কেন জানি বেশী করে মনে পড়ছে মেঘ রোদ্দুরের লুকোচুরি সুন্দর এই খেলা দেখে। আজ শ্রাবণের ২য় দিন। শ্রাবণের এই সময়ে আকাশ কখনও মেঘ, কখনও বৃষ্টি..আবার কখনও বা রোদ্দুরের খেলায় মেতে থাকে। তাই বর্ষাকে উপভোগ করার এটি দারুন এক সময়। যদিও এই ইট পাথরের ঢাকা শহরে খোলা আকাশ দেখা খুবই দূর্লভ ব্যাপার। তারপরও কিছু কিছু জায়গা আছে যেখান থেকে বিস্তৃত আকাশটাকে দেখা যায়। এটি তেমন এক জায়গা..যেখানে দিগন্ত প্রসারী খোলা আকাশ আর স্বচ্ছ লেকের পানি খেলা করে বাতাসের নৃত্য তালে। এটি স্মৃতির অনুভবে গ্রামের শ্রাবণ বর্ষায় নিজেকে সম্পৃক্ত করার একটি বিকল্প প্রয়াস মাত্র।

ছবির স্থান: জাতীয় প্যারেড লেক সাইড, ঢাকা। তারিখ: ১৭/০৭/২০১২ইং, সময়: বেলা: ১২:৪৫ মিনিট