সুন্দর লেডিবাগ অথবা গুবরে পোকা!

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 26 August 2012, 12:16 PM
Updated : 26 August 2012, 12:16 PM

বিচিত্র আর বাহারী রঙের সুন্দর ছোট্ট একটি পতঙ্গ। আমাদের দেশে যাদের ডাকা হয় গুবরে পোকা নামে। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে এদের অনেক সুন্দর সুন্দর নামে ডাকা হয় -যেমন- লেডিবাগ, লেডি বিটল, লেডিবার্ড, হালোইউন, ইত্যাদি নামে। লাল, কালো, কমলা আর হলুদের মিশেলে শক্ত খোলসের এই পোকা ঘুরে বেড়াতে দেখা যায় সবুজাভ প্রকৃতির মাঝে। কত সুন্দর কত অদ্ভুত প্রাণীই না ছড়িয়ে-ছিটিয়ে আছে আমাদের এই জগতে এবং বিচিত্রসব এদের জীবন। সাধারণত সবাই ধারণা করে, গোবর থেকেই জন্ম বলে এদের নাম হয়েছে গুবরে পোকা, আসলে কি তাই? আবার অনেকের বিশ্বাস পৃথিবীতে পুরুষের তুলনায় নারী গুবরে পোকার সংখ্যা বেশি বলে এদের নামের আগে 'লেডি' শব্দটি জুড়ে আছে। সেই যাই হউক আমি এই লেডিবাগের সৌন্দর্য্যকে আমার স্বল্প মূল্যের ক্যামরায় তুলে আনার চেষ্টা করেছি মাত্র।

ছবির স্থান: সিঙ্গাইর, মানিকগঞ্জ। তারিখ: ১৮/০৮/২০১২ইং, সময়: বিকাল ০৫:১০ মিনিট