::মৌমাছি এবং মিষ্টি::

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 1 Nov 2012, 11:02 AM
Updated : 1 Nov 2012, 11:02 AM

মাঝে মাঝে মৌমাছিও চরম খাদ্য সংকটে পড়ে। যখন মৌমাছি খাদ্য সংকটে পড়ে তখন তারা খাদ্য সংগ্রহে অন্য কোন অবলম্বন খুজে নেয়। শীতকালে মানিকগঞ্জে প্রচুর সর্ষের আবাদ হয়। তখন চারদিকে মৌমাছির বিচরণ লক্ষ্য করা যায়। কিন্তু বছরের অন্য সময় প্রয়োজনীয় ফুলের অভাবে এই সব মৌমাছি খাদ্য সংকটে পড়ে। তখন অন্য কোন উপায় না দেখে জীবন বাঁচাতে মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে মিষ্টির দোকানে ভীড় করে। মানিকগঞ্জ সদরে প্রায় সব মিষ্টির দোকানে এমন দৃশ্য দেখা যায়।
ছবি: রাজলক্ষী মিষ্টি ভান্ডার, মানিকগঞ্জ সদর। তারিখ-১০/১১/২০১১ইং সময়- দুপুর-১২:১৬ মিনিট।