মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 5 Nov 2012, 09:17 AM
Updated : 5 Nov 2012, 09:17 AM

আজ সকাল থেকে বাড্ডার হাকিম টাওয়ারে অবস্থিত একটি গার্মেন্টস কারখানা শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে হঠাৎ বন্ধ ঘোষনা করাতে গার্মেন্টস শ্রমিকরা দুপশের রাস্তা অবরোধ করে কারখানাটি ঘিরে রাখে। ফলে এক পাশে বাড্ডা হইতে নর্দ্দা পর্যন্ত এবং অপর পাশে রামপুরা থেকে বাড্ডা পর্যন্ত দীঘ যানজটের সৃষ্টি হয়েছে। সকালে শ্রমিকদের অবরোধের মুখে মালিক পক্ষ গার্মেন্টস ছেড়ে পালিয়েছে। এখন র‍াব, পুলিশ ও দাঙ্গা পুলিশ মিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে যাচ্ছে। আনা হয়েছে গরম পানির ট্যান্ক। গার্মেন্টস শ্রমিকদের অবরোধের ফলে এই রাস্তায় চলাচলকারী জনসাধারণের দূর্ভোগ এখন চরমে। অনেকে দীর্ঘক্ষণ নিজ গাড়ী নিয়ে যানজটের মধ্যে আটকে আছে আবার কেউ কেউ পায়ে হেঁটে মানুষ নিজ নিজ গন্তব্য পৌঁছার চেষ্টা করছে।
ছবি: বাড্ডা, ঢাকা। তারিখ-০৫/১১/২০১২ইং সময়- দুপুর-০২:০০ মিনিট।