মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 6 Nov 2012, 10:14 AM
Updated : 6 Nov 2012, 10:14 AM

সারাদিন টুপ টাপ বৃষ্টি, মেঘলা আকাশ ঘর থেকে কাদা মাড়িয়ে মোটেই বের হতে ইচ্ছে করে না এই সময়। তারপরও জীবন ও জীবিকার তাগিদে মানুষকে ঘর থেকে বের হতে হয়। এই সময়টা বর্ষা কাল নয়…ফলে বৃষ্টি উপভোগের চেয়ে যন্ত্রনাটায় বেশী করে ভোগ করছি। ফুটপাত বা রাস্তার ধার দিয়ে হাঁটবো তারও কোন উপায় নেই। এখনো প্রায় সব রাস্তায় অলিগলিতে গরু-ছাগলের গোবর বা গো-ছনার ময়লা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ঢিমে তালের বৃষ্টি রাস্তায় পায়ের চাপে পিষ্ট হওয়া গো-ছনার ময়লাকে থ্যঁক থ্যঁকে কাদায় পরিনত করেছে। ঢাকা সিটি কর্পোরেশন এখন অভিভাবকহীন হওয়াতে বিড়ম্বটাটা আরো বহুগুন বেড়ে গেছে কোরবানীর ঈদ পরবর্তী প্রয়োজনীয় পরিস্কার পরিচ্ছন্নতার অভাবে। আবাহাওয়া অফিসের আভাস মতে এই গুড়ি গুড়ি বৃষ্টি নাকি আরো ২/৩ দিন আমাদের ভোগাবে। এখন, কি আর করা!

ছবি: গুলশান-২, ঢাকা। তারিখ-০৬/১১/২০১২ইং সময়- দুপুর-০১:৫৫ মিনিট।