::মুক্তিযুদ্ধ জাদুঘরের নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে::

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 11 Nov 2012, 11:53 AM
Updated : 11 Nov 2012, 11:53 AM

গত ৪ঠা মে-২০১১ইং বাংলাদেশ সরকারের মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নতুন মুক্তিযুদ্ধ জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পর এর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বর্তমানে জাদুঘরের ৩য় তলা সমপরিমান উচ্চতা সম্পন্ন বেজম্যান্টের কাজ চলছে। ইংরেজী এল আকৃতির এই স্থাপনার ১ম ও ২য় তলার বেজম্যান্ট ঢালাইয়ের কাজ প্রায় শেষ। এখন ৩য় তলার বেজমেন্ট অর্থ্যাৎ ভূমি লেভেলের ঢালাই কাজ চলছে। আশা করা যাচ্ছে নির্ধারিত ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে নতুন এই মুক্তিযুদ্ধ জাদুঘরের নির্মাণ কাজ শেষ করা যাবে। নির্মিয়মান মুক্তিযুদ্ধ জাদুঘরের উপর ব্লগে বিস্তারিত পোষ্ট পড়ুন এবং এতে আপনার অংশ গ্রহণ নিশ্চিত করুন।

ছবি: আগারগাঁও, ঢাকা। তারিখ-১০/১১/২০১২ইং সময়- দুপুর-০১:২৫ মিনিট।