মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 17 Nov 2012, 10:55 AM
Updated : 17 Nov 2012, 10:55 AM

ভোরের চকচকে আলোতে পাঁচমিশালী মাছ গুলো দেখতে দারুন লাগছিল। একেবারে তরতাজা, ফরমালিন বিহীন ফ্রেস মাছ…যে ফ্রেস মাছের কথা আমরা আজকাল ঢাকার বাজারে উঠে তা চিন্তা করতে পারি না। আজ খুব ভোরে বছিলা ব্রীজের কাছে তুরাগ নদীর তীরে বেড়াতে গিয়েছিলাম চন্দ্রিমা ফিটনেস ক্লাবের সদস্যদের সাথে। এর আগে কখনো এদিকে যাওয়া হয়নি। দেখলাম বেড়ী বাঁধের পরে বেশ কিছু নতুন নতুন আবাসিক এলাকা গড়ে উঠেছে। বলা যায় মাটি ভরাট করে করে এ সব আবাসিক এলাকা একেবারে নদীর কিনারে পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। আগে বিভিন্ন টিভি রির্পোটে বছিলা এলাকায় বুড়িগঙ্গা ও তুরাগনদী কিভাবে দখল হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে দখল হয়ে যাওয়া স্থাপনা গুলো ভাঙ্গার দৃশ্য দেখছিলাম। আজ সরজমিনে একটি প্রাকৃতিক পরিবেশ কিভাবে ক্রমে বদলে যাচ্ছে তাই দেখলাম। বছিলার নদীর তীর ধরে হাঁটতে গিয়ে এক জেলের খাঁচায় এই মাছ গুলো দেখলাম। দাম ৮০০ টাকা হেঁকেছিল। তবুও ভালো টাকা বেশী হলেও ফরমালিন বিহীন! ছবি: বছিলা বেড়িবাঁধ, ঢাকা। তারিখ-১৭/১১/২০১২ইং সময়- সকাল-০৭:০৫ মিনিট।