মেয়র বিহীন ঢাকা সিটির বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান রূপ

মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী
Published : 22 Nov 2012, 12:16 PM
Updated : 22 Nov 2012, 12:16 PM

দুইভাগ হয়ে যাওয়া ঢাকা সিটি কর্পোরেশন বেশ কিছুদিন থেকে সরকারী নিয়োগপ্রাপ্ত প্রশাসক কর্তৃক পরিচালিত হচ্ছে। একজন অনির্বাচিত প্রশাসক ও জনগণের নির্বাচিত মেয়রের কার্যক্রমের মধ্যে কতটা ফারাক তা আমরা এখন যারা ঢাকা সিটিতে বসবাস করি তারা হাড়ে হাড়ে উপলদ্ধি করি। বর্তমানে ঢাকা সিটিতে বেড়ে গেছে মশার উপদ্রপ, ডাষ্টবিনের ময়লা ব্যবস্থাপনায় চলছে অনিয়ম-অব্যবস্থাপনা। যখন যেখানে ইচ্ছে ঢাকনা বিহীন ডাস্টবিন ফেলে রাখা হচ্ছে…উপছে পড়ছে ডাষ্টবিনের ময়লা। ফলে প্রতিনিয়ত দুষিত হচ্ছে ঢাকার পরিবেশ….. বাড়ছে জনদূর্ভোগ। ছবিটি আগারগাঁও তালতলা সরকারী কলোনীতে ঢুকার মুখের ঠিক সামনের রাস্তার অবস্থা। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ডাস্টবিনের ময়লা, গাড়ি আর ঢাকনা বিহীন ডাস্টবিন। ডাস্টবিন গুলো প্রতিদিন এমন ভাবে রাখা হয় প্রায় ৩০ ফুট প্রস্ত রাস্তাটিতে কোন মতে একটি গাড়ি চলাচল করতে পারে। কলোনীর অফিসগামী হাজারো সরকারী কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ও পথচারীদেরকে নাকে রুমাল দিয়ে প্রতিদিন এই এলাকাটি পার হতে হয়। অভিযোগ কার কাছে করবে? এসব কি দেখার কেউ নেই? ছবি: আগারগাঁও তালতলা, ঢাকা। তারিখ-২২/১১/২০১২ইং সময়- দুপুর-০১:২০ মিনিট।